বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:২১ পূর্বাহ্ন
মাধবপুর উপজেলা প্রতিনিধি :
মাধবপুর প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের দিনব্যাপী উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ ক্রীড়া প্রতিযোগিতা, অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভা সহ প্রাথমিক বিদ্যালয় সমূহের একযোগে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার ১৫ ফেব্রুয়ারী উপজেলার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমানের দিক নির্দেশনায়, মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ক্রীড়াবান্দব মোঃ সোলেমানের পরিচালনায়, ইউনিয়ন পর্যায়ে যারা প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে ৫০ ও ১০০ মিটার দৌড়, উচ্চ ও দীর্ঘ লাফ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বিষয়ভিত্তিক কুইজ এবং নৃত্য ও সংগীতে ১ম স্থান অর্জন করে সেই শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে। তাদের প্রতিযোগিতা দেখতে স্কুল মাঠে ভিড় করেছে অভিভাবকসহ স্থানীয়রা।
আগামী কাল অনুষ্ঠিত হবে বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো: সামছুল ইসলাম, পৌরসভার গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিলাদ ভুঁইয়া, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার পাল, সহকারী শিক্ষক বাণী দাস ,মাহমুদুল হাসান রনি সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন ভিত্তিক প্রতিযোগিতা শেষে একই নিয়মে উপজেলা পর্যায়ে প্রথম হওয়া শিক্ষার্থী জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পৌরসভার গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঠুন রায় জানান, শিক্ষার্থীদের নিয়ে এমন প্রতিযোগিতা তাদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। এবং বাড়া চান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন জানান, শিক্ষার্থীরা এখান থেকেই ক্রীড়া প্রতিযোগিতার সকল নিয়ম কানুন জানবে যা শিক্ষার অন্যান্য স্তরে এই সুযোগটা অনেকটাই কম যা জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবে।