বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৫০ পূর্বাহ্ন
দৈনিক ক্রাইমসিন ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেল প্রশাসন কর্তৃক রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়েছে।
শুক্রবার ৩ ফেব্রুয়ারী সকাল ১০ টায় উপজেলার আদাঐর ইউনিয়ন মাঠ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান এ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। জাতির এ সুর্য সন্তানের মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান গভীর শোক প্রকাশ করেন। এবং তিনি বীর মুক্তিযোদ্ধা শম্ভু চন্দ্র পালকে স্বর্গ লোকে গমন করার আশির্বাদ ব্যক্ত করেন।এসময় হবিগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন কালে মাধবপুর থানার ওসি তদন্ত আতিকুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাগন সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জাতির সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা শম্ভু চন্দ্র পাল মাধবপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার নোয়াগাওঁ গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।