বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৫৪ পূর্বাহ্ন
দৈনিক ক্রাইমসিন ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চা শ্রমিক ও তাদের সন্তানদের বিনামূল্যে শতভাগ জন্ম নিবন্ধন ও বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করণ বিষয়ক বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জানুয়ারী) উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলার সুরমা চা বাগানের একটি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক (অতিঃদাঃ) মুহাম্মদ সাদিকুর রহমান।
প্রধান অতিথি চা শ্রমিক সন্তানদের শতভাগ বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ লক্ষ্যে জন্ম মৃত্যু নিবন্ধন এর বিশেষ ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন চা বাগানের ম্যানেজার, পঞ্চায়েত, সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান, মেম্বার সহ চা বাগানের নেতৃবৃন্দ ও চা শ্রমিকগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান বাংলা টাইমসকে জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশ মোতাবেক চা শ্রমিকদের বিনামূল্যে ৪৮ ঘন্টার মধ্যে জন্ম মৃত্যু নিবন্ধন তাদের হাতে দিচ্ছি, আমাদের এই ক্যাম্পেইন ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্পেইন কার্যক্রম চলবে।