বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৫৯ পূর্বাহ্ন
ত্রিপুরারী দেবনাথ তিপু মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সৌজন্য সাক্ষাতে আসেন এডিসি শেখ মঈনুল ইসলাম মঈন।
শুক্রবার ৩ ফেব্রুয়ারী মাধবপুরে সৌজন্য সাক্ষাৎতে আসেন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। তিনি মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকা কালীন পদোন্নতি প্রাপ্ত হয়ে এডিসি হিসেবে সাতক্ষীরা জেলায় যোগদান করেন। সাতক্ষীরার এডিসি শেখ মোঃ মঈনুল ইসলাম মঈনকে অভ্যর্থনা জানান, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।