বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

বিজ্ঞপ্তি : বাংলাদেশের সবগুলো বিভাগের প্রতিটি জেলা, উপজেলা কলেজপর্যায়ে সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ চলছে। যারা অনলাইন সংবাদ প্রকাশনার সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে ইচ্ছুক তারাই কেবল এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন। আগ্রহী দক্ষ সংবাদ প্রতিনিধিদের আমাদের কাছে -মেইল মারফত সিভি জমা দিতে হবে। www.dainikcrimesin@gmail.com আপনার সিভি জমা দেয়ার পর থেকে প্রতিনিধি বাচাই কার্যক্রমে নিয়োজিত টিম আপনাদের সিভি পর্যালোচনা করে -মেইল মারফত বা মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের জানাবে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবে কি না। মোবাইল: ০১৭১১-০০৭২৭২

ব্রেকিং নিউজ :
সিলেট বিভাগের বর্ষসেরা ! সাংবাদিক মৌলভীবাজারে ইকবাল হোসেন রিংকু । দৈনিক ক্রাইমসিন বেজুড়া মারকাযুল কোরআন মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্টান । দৈনিক ক্রাইমসিন মাধবপুরে ! জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন।দৈনিক ক্রাইমসিন মাধবপুরে ! ভারতীয় চোরাই পণ্য উদ্ধার: গ্রেফতার ১।দৈনিক ক্রাইমসিন মাধবপুরে !গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা।,দৈনিক ক্রাইমসিন মাধবপুরে ! ট্রাকের ধাক্কায় প্রাণ ঝড়ল অটোরিকশা যাত্রীর । দৈনিক ক্রাইমসিন মাধবপুরে দেশ রূপান্তরের প্রতিষ্টাবার্ষিকী পালিত । দৈনিক ক্রাইমসিন মাধবপুরে ফেনসিডিল #পাচারকালে নারী আটক। দৈনিক ক্রাইমসিন হবিগঞ্জের মাধবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির। দৈনিক ক্রাইমসিন মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন l দৈনিক ক্রাইমসিন

মাধবপুরে এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩, আহত ১৭ ।দৈনিক ক্রাইমসিন

দৈনিক ক্রাইমসিন

ঘন কুয়াশার কারণে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের কয়েকটি স্পটে আশংকাজনক ভাবে বেড়েছে দূর্ঘটনা। এ-সব সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের তালিকাও দীর্ঘ হচ্ছে। গত এক মাসে মাধবপুর উপজেলায় ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনা প্রাণ হারিয়েছে ১৩ জন এবং আহত হয়েছে ১৭ জন।

গত ১৫ ই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বেজুড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক নয়ন মিয়া(৩৮) ও অটোরিক্সার আরোহী ফটিক মিয়া(৪০) নামের ২ ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। এ দূর্ঘটনায় অটোরিক্সার অপর তিন আরোহী অসিম(৪০),রিপন(৩৫) ও প্রদীপ(৩৫) আহত হয়। নিহত ফটিক মিয়া মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ননের পিয়াইম গ্রামের মহারাজ মিয়ার পুত্র ও নয়ন মিয়া উপজেলার বেজুড়া গ্রামের রেনু মিয়ার পুত্র।

১৮ ই ডিসেম্বর রবিবার দুটি সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ইয়ারুল খান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়। তিনি পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার বারঘরিয়া গ্রামের ম‍ৃত ইসহাক খানের ছেলে। ২২ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সা উল্টে ১ জন নিহত ও ৩ জন আহত হয়।নিহত শশী সবর (৫০) সুরমা চা বাগানের শম্ভু সবরের পুত্র।আহত হন একই বাগানের বাসিন্দা দিলিপ(৩০),হৃদয় সরকার (৩৫) ও সন্তোষ সবর(৪০)।

২৭ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকা সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের আপ্তাব হোসেনের ছেলে সোহাগ মিয়া (১৭) ও ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮)নিহত হন। ২৯শে ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৩টায় উপজেলার নারায়ণপুর এলাকায় ট্রাকের ধাক্কায় হাঁস ভর্তি পিকআপ উল্টে রহমত উল্লাহ (৫০) নামের এক হাঁসের খামারী ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আব্দুল হাই নামে এক ব্যাক্তি গুরুতর আহত হন। ২রা জানুয়ারি সোমবার সকালে বেজুরা নামক স্থানে ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাধবপুর সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তী ও তার দেহরক্ষী টিটু বর্মণ (২৩), কনস্টেবল সুজন দাস (২৫), মাসুম আহম্মদ (২৬) ও আবুল হোসেন (৪৩) আহত হয়।

৭ জানুয়ারি শনিবার ভোররাতে মালয়েশিয়া প্রবাসী এক ব্যাক্তিকে নিয়ে ফেরার পথে উপজেলার শাহপুরের ম্যাটাডোর কোম্পানীর নিকট ঢাকা সিলেট মহাসড়কে নোহা গাড়ী ও দুটি ট্রাক এবং কাভার্ড ভ্যানের চতুর্মূখী সংঘর্ষে একই পরিবারের ৪ জন সহ ৫ জন নিহত হয়।এ দূর্ঘটনায় আহত হয় আরও ২ জন।নিহতরা হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শুকানাদি গ্রামের আব্দুল হান্নানের ছেলে প্রবাসী আঃ সালাম মিয়া( ৩৫),সিয়াব মিয়া(১৫),সাফিয়া বেগম (২০) সাফিয়া বেগমের ২ বছরের সন্তান হাবিবা জান্নাত ও দশভাগ গ্রামের মাইক্রো চালক সাতির আলী(৩৫)। আহতরা হলেন রাজু মিয়া ও নূর ইসলাম।

সর্বশেষ ১২ই জানুয়ারি বৃহস্পতিবার ভোরবেলায় শাহজিবাজার এলাকায় হবিগঞ্জ গ্যাস ফিল্ড ও দরগা গেইটের মধ্যবর্তী স্থানে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে একটি নোহা মাইক্রোবাস একটি ডায়না ট্রাককে ধাক্কা দিলে দূর্ঘটনায় আব্দুল মালেক (৩৫)নামে এক ব্যাক্তি নিহত হয়।

এ ঘটনায় আরও তিন জন আহত হয়। গাড়ির চালকেরা জানান, বিকেল থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় মহাসড়ক সহ পুরো এলাকা। যত সময় যায় বৃদ্ধি পায় কুয়াশার ঘনত্ব। নোহা মাইক্রোবাস চালক মালেক মিয়া জানান, বিকেল থেকে কুয়াশা পড়া শুরু হয় পরদিন দুপুরের আগে পুরোপুরি কুয়াশা কাটে না।

অনেক সময় সারাদিন রুদ্র উঠে না কুয়াশা থাকে। রাতে অনেক সময় দশহাত দুরেও কিছু দেখা যায় না। তখন গাড়ি চালালেও বিপদ আবার রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখলেও অন্য গাড়ি এসে মেরে দিতে পারে।শুধু পেটের দায়ে এমন ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত