বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:০৮ পূর্বাহ্ন
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরের মনতলা অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত। সোমবার (২০ ফ্রেব্রুয়ারি) বিদ্যায়তনের মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যায়তনের ম্যানেজিং কমিটির সভাপতি আবু ছায়েদ মোল্লার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রুহুল আমিন সোহাগের পরিচালনায় ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন বহরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলা উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিশ চন্দ্র দেব,মাধবপুর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হুমায়ুন কবির,প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহার,বিশিষ্ট সমাজ সেবক কবির হোসেন,মুফতি শফিকুল ইসলাম ডালিম,সহকারী শিক্ষক লোকমান হোসেন ভূইয়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক হামিদুর রহমান,সহকারী শিক্ষক জামিল উদ্দিন, মুফতি আবু ইউসুফ,প্রদীপ দেব প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।