1. salmankoeas@gmail.com : admin :
পটুয়াখালী ভার্সিটির, নির্মাণাধীন হলে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, কোপে আহত ১ - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরায় নির্মম ধর্ষণের শিকার শিশু আছিয়া মূত্যু কাছে হারমেনে চলে গেলেন না ফেরার দেশে ! সেহরিতে হলের ডাইনিং পরিদর্শনে পটুয়াখালী ভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের প্রশংসা। ৯ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল। নীলফামারীতে প্রতিবন্ধীর বাড়ি দখল ও লুটপাট, ঘটনা আড়াল করতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অভিযোগ হাসপাতালে চুরি হওয়া আড়াই মাসের শিশু উদ্ধার করে প্রশংসায় ভাসছে র‌্যাব – ১৩ মাধবপুরে এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখার দাবিতে মানববন্ধন বন্ধ এনআইডি সেবা দেশে চলছে রক্তচোষা সাংবাদিকতা : প্রেস সচিব মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ডিমলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছাত্রকে অপহরণের সময় জনতা আটক করে থানায় সোপর্দ।অতঃপর থানা থেকে ছাড়

পটুয়াখালী ভার্সিটির, নির্মাণাধীন হলে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, কোপে আহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩২ Time View

পটুয়াখালী ভার্সিটির, নির্মাণাধীন হলে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, কোপে আহত ১
দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী ) প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নির্মাণাধীন হলে শ্রমিকদের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে বটির কোপে এক শ্রমিক আহত হয়েছে।

১৭ জানুয়ারি (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রী হলে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ৩ জন হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার হাকরইল গ্রামের মো: সাইদুর রহমানের পুত্র মো: দেলোয়ার হোসেন(৩৭), একই গ্রামের মো: তহুরুল ইসলাম এর পুত্র মো: মাসুম(২২) ও একই গ্রামের মো: দিলবর আলীর পুত্র মো: আনোয়ার হোসেন সুমন(২৮)। এরা সকলেই নির্মাণাধীন হলে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।

অভিযুক্ত মো: দেলোয়ার হোসেন সন্ধ্যা সাড়ে ৭ টার সময় তাদের পারিশ্রমিকের পাওনা টাকা চাইতে যান তাদের দলনেতা একই গ্রামের জালালুদ্দিন এর কাছে। এসময় টাকা দিতে অপারগ এবং একদিন পর টাকা দিতে পারবে বলায় পরিকল্পনামাফিক আগে থেকে রান্নাঘর থেকে এনে তোষকের নিচে লুকিয়ে রাখা বটি দিয়ে কোপ দিতে উদ্যত হন অভিযুক্ত, এসময় দলনেতা জালালুদ্দিন কে।বাঁচাতে এসে আরেক নির্মাণশ্রমিক একরামুল এর হাতে কোপ পড়ে, ওই কোপে একরামুল এর একটি আঙুলে গভীর জখম হয়ে যায়। এসময় তাদের চিৎকারে আশপাশ থেকে অন্য শ্রমিকরা আসার পূর্বে দেলোয়ার হোসেন বটি ফেলে পালিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান মো: মুকিত মিয়ার অভিযানে তাকে আটক করা হয়। সাথে কোপ দেওয়ার জন্য ব্যবহৃত বটি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দেলোয়ার এ ঘটনায় সম্পৃক্ততার কথা ও বটি দিয়ে কোপ দেওয়ার কথা স্বীকার করে, এবং কোপ দেওয়ার সময় মাদকাসক্ত ছিলো। সে গত ১৭ বছর যাবৎ গাজা সেবন করছে, এসময় তার গাজা সেবনের সহযোগী অন্য নির্মাণাধীন হলে কর্মরত মাসুম ও সুমনের নাম বলে। এছাড়াও সে পূর্বেও মাদক মামলায় কারাদণ্ড ভোগ করেছে।

পরবর্তীতে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সদস্যরা মাসুম ও সুমনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে গাজা, গাজা সেবনের সরঞ্জামাদিস্বরূপ ৪ শলাকা সিগারেট জব্দ করা হয়।

এরপর তাদের বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে দুমকী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।।#

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com