বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:২৩ পূর্বাহ্ন
মোহনগঞ্জ প্রতিনিধি :
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে রক্ত দিয়ে ভালবাসেন। বাংলাদেশের সংবিধান পুনরুজ্জীবিত করেছেন শেখ হাসিনা। আর সেই সংবিধানের আলোকেই সবসময় নির্বাচন হবে। আজ শুক্রবার সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ : মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডা. আখ্লাকুল হোসাইন আহমেদ’ শীর্ষক বইয়ের বর্ধিত সংস্করণের মোড়ক উন্মোচন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।,
আইনমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা কারও ব্রডকাস্টে আসে নাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন। আর সেই ডাকে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আমরা মুক্তিযুদ্ধের কথা বলে যাবো। আমরা বাংলাদেশের কথা বলে যাবো। যা হবার হবে।।
তিনি নতুন প্রজন্মদের ইতিহাস জানার জন্য ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ : মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডা. আখ্লাকুল হোসাইন আহমেদ’ শীর্ষক বই পড়ার আহ্বান জানান।,
ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ওবায়দুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অসীম কুমার উকিল।,
অনুষ্ঠানে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবির, সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজাদ্দুল হাসান, ট্রাস্টি বোর্ডের সম্পাদক সাইফুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসীত বরণ সরকার, নেত্রকোণা জেলা দায়রা জজ শাহজাহান কবির, নেত্রকোণা পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল আমীন, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুল রহমান লিটন, মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক প্রমুখ বক্তব্য দেন।।