দেওয়ানগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মো, সাগর আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও কেক কাটা হয়েছে।
বুধবার (০১ জানিুয়ারি) সকাল ১১টার সময় উপজেলা ছাত্রদলের উদ্যোগে দেওয়ানগঞ্জ বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের সাঈদ বিন আনোয়ার সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা আব্দুর রশিদ সাদা, বাবু শ্যামল চন্দ্র, একেএম মুসা,আতিকুর রহমান সাজু, মাসুদ হাবিব পলিন, মঞ্জুরুল হোসেন মঞ্জু , পৌর যুবদলের সভাপতি দেওয়ান আলতাফ ,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক , ফারুক আহমেদ,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক , মামুন সহ ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।