বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:২৩ পূর্বাহ্ন
এনামুল হক আলম মৌলভীবাজার
সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাখা গ্রামে অনুষ্টিত হলো ক্রিকেট টুর্নামেন্টের মেঘা ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
তরুণ ক্রীড়া ব্যক্তিক্ত সাহেল খাঁনের ব্যক্তিগত উদ্যোগে ও রাখা ইয়াং স্টার ক্লাবের সার্বীক সহযোগীতায় এই ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
উক্ত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুল চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুল ইসলাম চৌধুরী তুষার,হাসান আহমদ,রকি আহমদ।
এছাড়াও স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের সাবেক ৪ বারের ইউপি সদস্য জমসেদ খাঁন,তরুণ সংগঠক সিফন খান,সহ স্থানীয় অনেকে।
এই সময় আগতো অতিথিবৃদরা তরুণ সংগঠক সাহেল খানের এমন উদ্যোগের প্রশংসা ব্যক্ত করেন”
খেলার উদ্যোগক্তা তরুণ ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক সাহেল খান জানান ” যুব সমাজ কে মাদক,জুয়া,সহ নানান খারাফ কাজ থেকে বিরত রাখতে আমি প্রতি বছরি এমন উদ্যোগের আয়োজন করে থাকি এতে করে যুব যুব সমাজ রা ” খেলার দিকে অনুপ্রাণীত থাকবে” ইনশাআল্লাহ চেষ্টা করবো প্রতি বছর এমন আয়োজন করার…..
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
খেলার প্রধান অতিথি শিমুল চৌধুরীর পক্ষ থেকে প্রথম পুরষ্কার হিসেবে প্রদান করা হয় নগদ ১০ হাজার টাকা ও বিশেষ অতিথি আনিসুল ইসলাম চৌধুরী তুষারের পক্ষ থেকে ২য় পুরস্কার হিসেবে প্রদান করা হয় নগদ ৫ হাজার টাকা।
পরে আগতো প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।