কাজিপুরে পুলিশি নিষেধ উপেক্ষা করে মাটি ভরাট- গাড়ি চাপায় বৃদ্ধ নিহত
মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের কাজিপুরে মাটি ভরাটের জন্যে ব্যবহৃত কাকড়া গাড়ির(শ্যালে ইঞ্জিন দ্বারা চালিত বিশেষ গাড়ি) চাপায় পড়ে হবিবর রহমান হবি(৬০) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছেন।তার বাড়ি উপজেলার কাজিপুর ইউনিয়নের বরইতলী গ্রামে।ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মৃত হবিবরের বাড়ির উত্তর পাশে।পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সিরাজগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে।
থানা ও স্থানীয়সূত্রে জানা গেছে, বরইতলী গ্রামের দলিল লেখক বিপ্লব গত শুক্রবার বিরোধপূর্ণ জমিতে মাটি ভরাট করতে গেলে হবিবর বাধা দেন। এতে মাটি ভরাট বন্ধ না করলে ওইদিন দুপুরে কাজিপুর থানায় একটি জিডি করেন হবিবর। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিকাটা বন্ধ রাখার নিদের্শ দিয়ে চলে যায়। কিন্তু পুলিশের নিষেধ অমান্য করে বিপ্লব শনিবার সকালে মাটি ভরাট করতে থাকেন। এসময় মাটিভর্তি গাড়ির সামনে গিয়ে বাধা দেন হবিবর রহমান। এক পর্যায়ে ওই গাড়ি হবিবরকে চাপা দেয়।চালক অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ ওসি নূরে আলম জানান, শুক্রবার সকালে মাটি সংক্রান্ত জিডিমূলে ঘটনাস্থলে গিয়ে বিপ্লবকে মাটিকাটতে নিষেধ করে এসেছিলাম।তিনি তা শোনেননি।নিহতের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। # ছবি আসে
মাহমুদুল হাসান শুভ , কাজিপুর, সিরাজগঞ্জ
১৪/১২/২৪ ০১৭৯২৯৯৭৫৪৩